• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

ক্রিকেট

৫৮ মাস পর সাকিবের ঝোড়ো সেঞ্চুরি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ মে ২০২৪

ক্রীড়া ডেস্ক: 

২০১৯ বিশ্বকাপে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করেছিলেন টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। সেই আসরে দুটি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। এরপর থেকে বেশ কয়েকবার সেঞ্চুরির কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে সাকিবকে। তবে অবশেষে ৫৮ মাস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শুক্রবার (৩ মে) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে এই মাইলফলক স্পর্শ করেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বাঁহাতি ব্যাটার।

লিস্ট এ’ ক্রিকেটে সব মিলিয়ে ১৭৮১ দিন-অর্থাৎ ৫৮ মাসের বেশি সময় পর তিন অঙ্কের ইনিংস খেললেন সাকিব। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সর্বশেষ শতক হাঁকিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সব মিলিয়ে ৫৭ ইনিংস পর শতক ছুঁলেন সাকিব। এর মধ্যে তার অর্ধশতক আছে ১৪টি। লিস্ট এ’ ক্যারিয়ারে এটি সাকিবের দশম সেঞ্চুরি। যার ৯টি আন্তর্জাতিক পর্যায়ে। স্বীকৃত ক্রিকেটে যা ১৮তম।

বিকেএসপির চার নম্বর মাঠে সেঞ্চুরি করার পর অবশ্য নিজের ইনিংসটাকে আর টানতে পারেননি সাকিব। আব্দুল গাফফারের বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০৭ রান করে।

সাকিব ৭৯ বলে ১০৭ রানের ইনিংসে ৯টি চার ও ছক্কা মারেন ৭টি। পাঁচ নম্বরে নেমে সব মিলিয়ে ৯৬ মিনিট ব্যাটিং করেন দেশসেরা। এই ক্রিকেটার। এর আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে ৪৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads